উত্তম কুমার 1926 সালের 3 সেপ্টেম্বর উত্তর কলকাতার আহিরীটোলায় একটি সাধারণ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সাতকড়ি চট্টোপাধ্যায়, এবং মাতার নাম চপলা দেবী।তিনি ছিলেন পরিবারের জ্যৈষ্ঠ সন্তান।তিন ভাই অরুন বরুণ তরুণ এর মধ্যে তরুণ কুমার ছিল সবচেয়ে ছোট।এই তরুণ কুমার ও একজন সফল অভিনেতা ছিলেন। তার বাবা কলকাতার তৎকালীন মেট্রো সিনেমা হলে একজন সাধারন কর্মচারী ছিলেন