১৫ শতাব্দীর বিখ্যাত কবি তুলসীদাস হনুমান চালিশাটি রচনা করেছিলেন আবাধি ভাষায়। কবি তুলসী দাস রামচরিতমানসও রচনা করেছিলেন এবং প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন। চালিশা শব্দটি হিন্দি শব্দ চাল্লিশ থেকে গৃহীত। হনুমান চালিশাটি দ্বিপদী শ্লোক এ লেখা। এটি মোট ৪৩ টি ভাগে বিভক্ত যার মধ্যে সূচনায় দুটি দোহা, ৪০ টি চৌপাই এবং একটি দোহা শেষে অবস্থান করেছে।
ধন্বন্তরী দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হনুমানজির নাম জপ করলে সমস্ত রোগ পীড়া দূর হয়ে যাবে।
জীবনে যতই বাধাবিপত্তি আসুক হনুমানজি সব বাধা-বিপত্তি থেকে রক্ষা করবে।
জয় হনুমান জ্ঞান গুণ সাগর।জয় কপিস তিহু লোক উজাগর।।১।।রামদুত অতুলিত বল ধামা।অঞ্জনি পবন সূত নামা।।২।।মহাবীর বিক্রম বজরঙ্গি।কুমতি নিবার সুমতি কে সঙ্গী।।৩।।